মোট দেখেছে :
286




পাঁচবিবিতে অপরাধ নিমূলে বিট পুলিশিং এর উদ্বোধন

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :
”বিট পুলিশিং বাড়ি বাড়ি, সুখী নিরাপদ সমাজ গড়ি” শ্লোগানে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুকমুক্ত সমাজ ও জননিরাপত্তা নিশ্চিত করণের লক্ষ্যে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা পুলিশ
সুপার মোহাম্মদ সালাম কবির উপজেলার সীমান্তবর্তী চেচঁড়া ও চাঁনপাড়ায় এ ২টি বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজ্জাদ হোসেন, পাঁচবিবির সিনিয়র সার্কেল অফিসার ইশতিয়াক আলম, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, ধরঞ্জী ইউপি
চেয়ারম্যান গোলাম মোস্তফা ও বাগজানা ইউনিয়ন আ.লীগ সভাপতি ইউনুস আলী মন্ডল প্রমুখ।